ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।নিহতরা হলেন, মো. আকাশ ইকবাল ও তার স্ত্রী মায়া হাজারীকা। সোমবার (১৮ জানুয়ারি) সকালে বিমানবন্দরের পদ্মাওয়েল গেটের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মশিউর আলম বলেন, ‘ময়মনসিংহ থেকে ছেড়ে আসা আজমেরী নামের একটি বাস ওই মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আকাশ ইকবাল ও তার স্ত্রী মারা যান।’
এসআই মশিউর আলম আরও জানান, আকাশ ইকবালের বাড়ি ফরিদপুর সদর উপজেলার দৌলোদিয়া গ্রামে। তার বাবার নাম শেখ জাফর ইকবাল। তারা ঢাকার দক্ষিণখান থানার মোল্লারটেক এলাকায় থাকতেন।