ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চ্যানেল নাইনের সাবেক রিপোর্টার ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) গবেষণা সহযোগী মুহাম্মদ আফজালুর রহমান (আফজাল মুহাম্মদ)। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার কফিন রাতেই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নিজ বাড়িতে নেওয়া হবে। আগামীকাল শুক্রবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে আজ রাত ৮টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে আফজালুর রহমানের প্রথম জানাজা হবে।
আফজালুর রহমানের বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মা-বাবা, এক ভাই, দুই বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।