বাংলার কাগজ ডেস্ক : রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকারকে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের নতুন সচিব করা হয়েছে। একইসঙ্গে অবসর দেওয়ার সুবিধার্থে ইসির সচিব হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া সিনিয়র সচিব মো. আলমগীরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের পৃথক আদেশে নির্বাচন কমিশনের সচিব মো. আলমগীরকে (সিনিয়র সচিব) অবসর নেওয়ায় জনপ্রশাসনে ওএসডি করা হয়েছে।