1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন

আতিকের বিরুদ্ধে অভিযোগ: ৭২ ঘণ্টার মধ্যে ব্যবস্থার নির্দেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

ঢাকা : ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণা মাইক ভাঙচুরের অভিযোগ ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম।

বিএনপির প্রার্থী তাবিথ আউয়াল ১৩ জানুয়ারি এই অভিযোগ এনেছিলেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে।

সোমবার রাতে ৩৮ নং ওয়ার্ডের নির্বাহী মেজিস্ট্রেট মেহেদী মোর্শেদ ও ২৬ নং ওয়ার্ডের মহুয়া আফরোজকে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম বলেন, ‘আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বিরুদ্ধে তাবিথ আউয়ালের অভিযোগর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আমরা কমিশনের চিঠি পেয়ে সে অনুযায়ী তদন্ত করে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ম‌্যাজিস্ট্রেটদের নির্দেশ দিয়েছি।’

এর আগে গতকাল তাবিথের করা অভিযোগের বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয় ইসি।

ডিএনসিসির নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেমকে রোববার রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমানের স্বাক্ষরিত নির্দেশনা পাঠানো হয়।  তাতে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কর্তৃক মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের ‘নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আমার নির্বাচনী প্রচারণারত মাইক্রোফোন ভাঙচুর’ এবং ‘নৌকা প্রতীকের প্রার্থীর আচরণ বিধি লঙ্ঘন’ বিষয়ক গত ১৩ জানুয়ারি দাখিলকৃত আবদনের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।’

তাবিথ আউয়াল তার আবেদনে কমিশনকে যথাসম্ভব দ্রুত ব্যবস্থা নেয়ার অনুরোধ করেছিলেন।

নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ আতিকুল ইসলামের বিরুদ্ধে প্রচার শুরু সময়ের আগেই প্রচারে অংশ নেওয়ায় একবার শোকজ করেছিল রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com