নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী সীমান্তের মধুটিলা ইকোপার্কে বেড়াতে গিয়ে দুলু পাগলা নামে এক মানসিক ভারসাম্যহীনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পাহাড়ের সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের দুলু মিয়া (৪৮) গত কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এরপর থেকে সে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো। মঙ্গলবার দুপুরে দুলু মিয়া মধুটিলা ইকোপার্কে প্রবেশ করে পাহাড়ের ওঠার পাকা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় আকস্মিক তার মৃত্যু হয়। দুলু মিয়ার স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি বছির আহমেদ বাদল জানান, লোকটি অসুস্থ ছিল। এটি স্বাভাবিক মৃত্যু হওয়ায় পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।