নালিতাবাড়ী (শেরপুর) : শ্রম আইন অনুযায়ী অবৈধ শ্রমিক ইউনিয়নের চাঁদাবাজীসহ সবধরণের কার্যক্রম বন্ধের দাবী এবং বৈধ শ্রমিক ইউনিয়নের সভাপতির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহ আঞ্চলিক শ্রম অধিদপ্তরের নিবন্ধন ভুক্ত ‘শেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, ট্যাংকলড়ী ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-০২০।
০২০ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন। এ সময় ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মিজানুর রহমান, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নূর ইসলামসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৪ জানুয়ারি নালিতাবাড়ীতে ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর কার্যক্রম বন্ধ করে তা অবহিত করতে গেল বছরের ২২ ডিসেম্বর শেরপুর জেলা প্রশাসক, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পত্র পাঠায় শ্রম অধিদপ্তর। বিষয়টি নিয়ে পদক্ষেপ নিতে গত ১৪ জানুয়ারি শ্রমিক ইউনিয়ন ০২০ এর নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন।
এর জের ধরে রাতে পৌর শহরের বাইপাস পল্লী বিদ্যুৎ এলাকায় ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর সভাপতি শাহাদত হোসেন সামাদ ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ ৩০-৪০ জনের একটি দল ‘শ্রমিক ইউনিয়ন-০২০’ এর সভাপতি আব্দুল মান্নানের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ১৫ জানুয়ারি রাতে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
এদিকে এ বিষয়ে মতামত জানতে ‘শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর সভাপতি শাহাদত হোসেন সামাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে বারবার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে জেলা শাখার সভাপতি ফারুক হোসেন এ সংগঠনের বৈধতা রয়েছে বলে দাবী করেন।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, হামলার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।