যশোর : যশোরে কোনো ব্যক্তিমালিকানায় বাড়ি নির্মানেণে বাধা দিয়ে চাঁদা দাবি করলে তাকে পুলিশে দেওয়ার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি বাড়ি নির্মাণে বাধা দেয়, তবে তা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার নিজে আইনী ব্যবস্থা নিবেন বলে জানিয়েছে।
যশোরে নানা ধরণের চক্র আছে যারা কিনা ফাঁদ পেতে এক শ্রেণির লোক চাঁদা বাজি করে আসছিল। সদ্য যোগদানকারী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এই হুসিয়ারী দেন। এ বিষয়ে বিশেষ প্রতিবেদন জারি করেন যশোর জেলা পুলিশ। বাড়িওয়ালা নিজ পছন্দ মতো সুবিধাজনক জায়গা থেকে ইট, বালি, রড ক্রয় করবে। কেউ ইচ্ছার বিরুদ্ধে কোনো প্রকার নির্মাণসামগ্রী ক্রয় ও বিক্রয়ে বাধ্য করলে অথবা চাঁদা দাবি করলে কঠোর আইনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন যশোর জেলা পুলিশ। যেকোনো নির্মাণ সম্পর্কে কোনো অভিযোগ থাকলে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে।
৩নং বিট ইনচার্জ -০১৩২০-১৪৩১৮৮
অফিসার ইনচার্জ, কতোয়ালী মডেল থানা-০১৩২০-১৪৩১৮০
অতিরিক্ত পুলিশ সুপার, ক সার্কেল, যশোর-০১৩২০-১৪৩১৪৫
পুলিশ সুপার,যশোর-০১৩২০-১৪৩১০০