যশোর : যশোরের শার্শা উপজেলার নাভারনের পার্শবর্তী স্বমন্ধকাঠি গ্রাম থেকে ১২৫ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন আলম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬। আটককৃত আসামী শার্শা থানার সম্বন্ধকাঠি এলাকার
মৃত নূর আলী দফাদারের পুএ।
র্যাব-৬ (স্পেশাল কোম্পানী) খুলনা জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, যশোর জেলার শার্শা থানাধীন সম্বন্ধকাঠি গ্রামস্থ ক্লাবপাড়া জনৈক গোলাম হোসেন দফাদার এর বাড়ির উত্তর পাশে আমবাগনে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে- এরুপ সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর ১. ৪৫টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আলমকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। আটককৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনে মামলা রুজু হয়েছে।