রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় অপহৃত তামান্না আক্তার (১৫) নামে ৯ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে বালিয়াতলী ইউনিয়নের পোলঘাটা বাজার এলাকা থেকে অপহরণের ২ ঘন্টা পর তাকে উদ্ধার করা হয়। অপহৃতা তামান্না স্থানীয় তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী। তার বাড়ি বালিয়াতলী ইউনিয়নের রিফিউজি পাড়ায়।
এ ঘটনায় অপহৃতা তামান্নার পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে অপহরণকারী মিরাজ সর্দার (২৮) কে আসামী করে বুধবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ অপহরণকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অপহরণকারী মিরাজ সর্দার পার্শ্ববর্তী মিঠাগঞ্জ ইউনিয়নের লেমুপাড়া এলাকার মো: শাহআলী সর্দারের ছেলে ।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো: আলামিন এ প্রতিবেদককে বলেন, মংগলবার সন্ধ্যায় তামান্না তার পিতার দোকান থেকে বাড়ির সওদা নিয়ে বাড়ি ফেরার পথে পথিমধ্যে তাকে মুখ চেপে অপহরণ করে নেয় মিরাজ সর্দার। তাৎক্ষণিক ঘটনা জানাজানি হলে তামান্নার পিতা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তামান্নাকে উদ্ধার করে অপহরণকারী মিরাজকে গ্রেপ্তার করে।