কক্সবাজার : জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি কক্সবাজার সফরের তৃতীয় দিন মঙ্গলবার সকালে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং রোহিঙ্গা নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।
বৈঠকে অংশ নেয়া রোহিঙ্গা নেতারা জানিয়েছেন, রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত যাওয়ার নানা শর্ত, আন্তর্জাতিক আদালতের বিচার কার্যক্রমসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
তবে এ বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি ইয়াং হি লি।
জাতিসংঘের বিশেষ দূত রোববার কক্সবাজারে আসেন। সফরকালে তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন।