স্টাফ রিপোর্টার, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় কৃষক নিহতের ঘটনায় আসামীদের বাড়িঘরের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে মামলার বাদী, স্বাক্ষী ও তার আত্মীয়-স্বজনদের বিরুদ্ধে। অভিযোগে জানা যায়, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গত ১৩ ফেব্রুয়ারী মারা যান নকলা উপজেলার বাউসা গ্রামের কৃষক আজি মিয়া। এ ঘটনায় মৃত আজি মিয়ার পুত্র মোশারফ বাদী হয়ে নকলা থানায় ১০জনসহ আরো অজ্ঞাতনামা ৬/৭জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এর ফলে আসামীরা আত্মগোপনে চলে যাওয়ার সুযোগে বাড়িঘরের সমস্ত মালামাল ও লাগানো ফসল আলু, পেঁয়াজ ও রসুন লুট করে নিয়ে যায় নিহত ওই কৃষকের পরিবার ও স্বজনরা। অন্যদিকে পানির অভাবে নষ্ট হতে চলেছে প্রায় ৫ একর জমির বোরো আবাদ। যাকে-তাকেই দেওয়া হচ্ছে মামলায় নাম বসিয়ে দেওয়ার হুমকী।
অভিযোগকারী হাজেরা বেগম জানান, ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে আজি মিয়া উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে স্টোক করে মারা যায়। এ সুযোগ ভিন্নখাতে প্রবাহ করে আমার ছেলে লিখনসহ ১০ জন এবং আরো ৭/৮জনের নামে মিথ্যা একটি হত্যা মামলা দায়ের করে। মামলা হওয়ার পরপরই আমরা পুলিশের ভয়ে পালিয়ে গেলে বাড়িঘর ফাঁকা পেয়ে নূর মোহাম্মদ, মোশারাফ হোসেন, সাহা আলী, একরামুল হক, মাসুদ রানা, ছোরহাব আলী, আফরোজা বেগম, আলেয়া বেগম, জোৎ¯œা বেগম, শিমু খাতুন, আইমন বেগম ও এনামুল হক আমাদের বাড়িঘরের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্যহবে সাড়ে ১০ লাখ টাকা। তাছাড়া আমাদের লাগানো আলু, পেঁয়াজ ও রসুন ক্ষেতের সমস্ত ফসল তারা নিয়ে যায়।
স্থানীয়রা জানান, বাউসা এলাকার মৃত আমজাত আলীর ছেলে লিখনদের লাগানো প্রায় ৪ একর বোরো লাগানো আবাদ পানির অভাবে নষ্ট হওয়ার পথে। তাদের ক্ষেতের পাশ থেকে সেচ দেওয়ার মটরটিও চুরি করে নিয়ে যায় তারা। অন্যজনের কাছে সেচ চাইতে গেলে তাকেও ওই মামলায় আসামী দিবে বলে হুমকী দেয় নূর মোহাম্মদ ও তার পরিবারের লোকজন।
বাউসা এলাকার মো. শাহ আলীর ছেলে নূর মোহাম্মদ ও তার পরিবারের লোকজন জানান, আসামীদের বাড়িঘর ও ফসলাদি লুটপাট কে করেছে জানি না এবং বোর আবাদে আমরা কেউ পানি দিতে নিষেধ করিনি। কাউকে মামলার হুমকী ও বাধাও দেইনি।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান, লুটপাট ও ফসলে পানি দেওয়ার বাধা প্রদানের বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ করেন তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করব।