শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে প্রতিবন্ধী তরুণীকে (২৪) ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেলাল উপজেলার চরশিমুলচূড়া গ্রামের আকবর আলীর ছেলে। গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শ্রীবরদী থানার পুলিশ তাকে চরশিমুলচূড়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী চরশিমুলচূড়া গ্রামের বাড়িতে থাকে। তার মা ঢাকায় গৃহকর্মীর কাজ করে। এ সুযোগে গত এক মাসের বেশি সময় ধরে প্রতিবেশি বেলাল বিভিন্ন সময় প্রতিবেশি তরুণীকে ধর্ষণ করে। একপর্যায়ে গত বুধবার ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে গ্রামের এক ব্যক্তি বিষয়টি জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে জানান। সংবাদ পেয়ে বুধবার সন্ধ্যায় শ্রীবরদী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের শিকার তরুণীকে উদ্ধার করে।
শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, এ ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বেলাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। গ্রেপ্তারকৃত বেলালকে আদালতে সোপর্দ করা হয়েছে।