শ্রীবরদী (শেরপুর) : মাল্টিসেক্টোরাল প্লাটফর্ম শক্তিশালী করণের লক্ষ্য শেরপুরের শ্রীবরদী উপজেলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরী হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
বিংস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনোয়ার হোসেন। সভায় আরো বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন দিলদাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর ইসলাম, তাতিহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুল্লাহ বিল্লাল, বিংস প্রকল্পের ম্যানেজার সুজিত চিসিম, সাংবাদিক রেজাউল করিম বকুল প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।