এন এ জাকির, বান্দরবান : কোভিড-১৯ ভাইরাস সংক্রমন জনিত সমস্যার কারনে কর্মহীন হয়ে পড়া বান্দরবানের শিল্পী, কলা-কুশলী ও কবি সাহিত্যিকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদানের টাকা প্রদান করা হয়েছে।
গত বুধবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরিজী শিল্পীদের মাঝে এ অনুদানের টাকা তুলে দেন। এসময় বান্দরবানের ৬১ জন কর্মহীন শিল্পীদের মাঝে জন প্রতি ১০ হাজার টাকা করে সর্বমোট ৬ লাখ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এদিকে অনুদানের টাকা প্রদান করার পর বান্দরবানের শিল্পী সমাজে দেখা দিয়েছে বিতর্ক। ক্ষোভ প্রকাশ করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। সরকারী চাকুরীজীবী, সচ্ছল পরিবারের শিল্পী ও একই পরিবারের একাধিক ব্যক্তি অনুদান পাওয়ায় এ বির্তক দেখা দিয়েছে বলে মনে করেন সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা।
বান্দরবানের সাংস্কৃতিক অঙ্গনের প্রবীন শিল্পীরা অভিযোগ করে বলেন, করোনা কালীন কর্মহীন হয়ে পড়া অসহায় শিল্পীদের অনুদান দেয়ার নামে সরকারী চাকুরীজীবী, সচ্ছল পরিবার ও শিল্পী নয় এমন অনেকের নাম প্রধানমন্ত্রীর অনুদানের তালিকায় রয়েছে। এর ফলে প্রকৃতপক্ষে অসচ্ছল-দরিদ্র অনেক শিল্পী অনুদান পাননি। যারা প্রকৃতপক্ষে করোনা কালীন সময়ে কর্মহীন হয়ে পড়েছিল। অনুদানের তালিকায় দেখা গেছে, বান্দরবান জেলা পরিষদে চাকুরিরত তপন কুমার ভট্টাচার্য্য তবলা শিল্পী হিসেবে ও কণ্ঠশিল্পী হিসেবে তার স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দেবীকা ভট্টাচার্য্যসহ একই পরিবারের ৩ জন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোটন দাশ যন্ত্র শিল্পী হিসেবে, জেলা পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা উচিং মং কণ্ঠশিল্পী হিসেবে ও জেলা প্রশাসনের কর্মচারী আব্দুল মান্নান হাওলাদার তবলা শিল্পী হিসেবে অনুদানের ৬১ জনের তালিকায় রয়েছেন।
এছাড়াও তালিকায় শিল্পী নয় এমন অনেকের নাম রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, জেলা শিল্পকলা একাডেমীর মাধ্যমে বান্দরবান থেকে এ তালিকা পাঠানো হয়। তালিকা প্রণয়নের সময় কারো সাথে কথা না বলে পরামর্শ না করে তালিকা প্রস্তুত করায় এ সমস্যা হয়েছে বলে মনে করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
বান্দরবান মারমা শিল্পী গোষ্ঠীর সভাপতি চথুইপ্রু বলেন, করোনাকালীন সময়ে যারা অসহায়-কর্মহীন হয়ে পড়েছে তাদের জন্য প্রধানমন্ত্রীর এ অনুদান। কিন্তু তালিকায় যাদের নাম দেয়া হয়েছে এদের বেশিরভাগ শিল্পীকেই চিনি না। এছাড়া অনেক সচ্ছল পরিবার ও চাকরীজীবীর নাম রয়েছে। কিন্তু প্রকৃত অসচ্ছল ও অনেক কর্মহীন শিল্পী অনুদানের টাকা পাননি। তালিকা প্রস্তুতের সময় কারো সাথে সমন্বয় করা হয়েছে কিনা জানি না। তবে আমি এ বিষয়ে কিছু জানি না। তালিকা প্রকাশের পর দেখেছি।
সঙ্গীত শিল্পী থোয়াচিং প্রু নিলু বলেন, তালিকার বিষয়ে আমি কিছু জানি না। তবে শুনেছি, করোনাকালীন কর্মহীন শিল্পীদের অনুদান দেয়া হয়েছে এবং এটা তাদেরই প্রাপ্য। করোনাকালীন সময়ে যেসব শিল্পী উপার্জনহীন হয়ে পড়েছিল, যাদের আয়ের পথ বন্ধ ছিল, যাদের পরিবার অসচ্ছল। আমি নিজের কথা বলব, একজন সঙ্গীত শিল্পী হিসেবে যদি আমার নাম এ তালিকায় দেয়া হতো তাহলে আমি নিষেধ করতাম। কারণ, আমি সঙ্গীত শিল্পী হলেও আমি একজন ব্যংকার। করোনাকালে আমার আয়ের পথ বন্ধ ছিল না। আমি না নিলে আমার জায়গায় প্রকৃত কর্মহীন একজন শিল্পী অনুদান নিতে পারবে।
কবি সাহিত্যিক আমিনুর রহমান প্রামাণিক বলেন, সরকারী কোন কর্মচারী কর্মকর্তা মানবিক সাহায্য পাওয়ার উপযুক্ত নয়। কেন না তারা সরকারের কাছ থেকে বেতন পায়।
অনুদান প্রাপ্ত অভিনয় শিল্পী শান্তি সারকী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরেকটু সুবিবেচনা করে তালিকা প্রণয়ন করলে এ বিতর্কের জন্ম হতো না।
উপস্থাপক আশীষ বড়–য়া বলেন, কর্মহীন শিল্পীদের অনুদান দেয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তবে প্রধানমন্ত্রীর এ অনুদান যাচাই-বাছাই করে প্রকৃত কর্মহীন ও অসচ্ছল শিল্পীদের বিতরণ করা হলে আর এ বিতর্কের সৃষ্টি হতো না। আশাকরি, কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবে।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার কায়েসুর রহমান বলেন, তালিকাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণনয়ন করা হয়নি। জেলা শিল্প কলা একাডেমি তালিকা প্রণয়ন করে পাঠিয়েছে। জেলা প্রশসক মহোদয় প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ তহবিলের টাকা অনুদান হিসেবে প্রদান করেছেন। তালিকার বিষয়ে শিল্পকলা একাডেমি বলতে পারবে।
এ বিষয়ে বান্দরবান জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু বলেন, করোনাকালীন সময়ে মাত্র তিন দিনের মধ্যে ৫০ জনের তালিকা করে পাঠানোর কথা বলা হয়েছে। তখন করোনা পরিস্থিতি খুব ভয়াবহ ছিল বলে সবাইকে ডেকে সমন্বয় করার মত পরিস্থিতি ছিল না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞপ্তি দিয়েছি, যাদের পেরেছি বলেছি। নির্ধারিত সময়ে ৬১ জন নাম ও এনআইডি কার্ড আমার কাছে এসেছে। সবার নাম আমি পাঠিয়ে দিয়েছি। সবাইকেই অনুদান দেয়া হয়েছে। তালিকা যাচাই বাছাই এর কোন বিষয় এখানে নেই। কেন না, যারা নাম দিয়েছেন সবার নামই পাঠিয়েছি। নাম দিয়ে কারো নাম যদি বাদ পড়তো তাহলে তালিকা প্রণয়ন এর ব্যাপার আসত। সরকার ৫০ জনকে দিবে বলেছে। সর্বমোট ৬১ জনের নাম এসেছিল। আমি সবার নাম পাঠিয়েছি, সবাই পেয়েছে। একই পরিবার কিনা, সরকারী চাকরীজীবী কিনা, সেটা দেখার বিষয় আসত যদি অনেক বেশি নাম আসতো। তালিকা যাচাই-বাছাই এর ব্যাপার আসতো তখন। কিন্তু যারা নাম দিয়েছে সবার নামই পাঠিয়েছি। যদি কেউ বাদ পড়তো তাহলে তালিকা যাচাই এর ব্যাপার আসতো।