যশোর: যশোরের অভয়নগরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আমিনুর রহমানের সাথে
সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর এর পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ শে ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৫টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মিলিত সাংবাদিক পরিষদ অভয়নগর শাখার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ইউএনও-কে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানালে, তিনি (ইউএনও) উপজেলার সকল সরকারী কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজ ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।