হাকিম আজিজ, স্টাফ রিপোর্টার : টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে বিল্লাল হোসেন নামে এক যুবক। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত নয়টার দিকে শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের দক্ষিণ বাজার অন্তরা সিনেমা হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অন্তরা সিনেমা হল মোড় সংলগ্ন শরাফত আলী নামে একজন খাদ্যশস্য ব্যবসায়ী সারাদিনের ব্যবসা শেষে রাত নয়টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানের শাটার বন্ধ করছিলেন। এসময় তার হাতে একটি ব্যাগে সারাদিনের আমদানীকৃত টাকা ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিল্লাল হোসেন হাত থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ী চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত দৌড়ে বিল্লালকে ধরে গণধোলাই দেয়। ধোলাইয়ের শিকার বিল্লাল শহরের কাচারিপাড়া মহল্লার বৈরাগির ছেলে বলে জানা গেছে। বিল্লালের আগের নাম কুলিয়া। সে সনাতন ধর্ম থেকে মুসলিম হয়েছে এবং বর্তমানে সে মাদকাসক্ত বলে জানা গেছে।