1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শেরপুর প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় মেরাজ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

শেরপুর : ব্যাপক উৎসবমুখর পরিবেশে শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি মাত্র পদে শনিবার (২৭ ফেব্রুয়ারী) উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৫ ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর শেরপুর প্রতিনিধি মেরাজ উদ্দিন। অন্য প্রতিদ্বন্দ্বি যমুনা টিভি প্রতিনিধি আদিল মাহমুদ উজ্জল পেয়েছেন ৩২ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার শরিফুর রহমান জানান, প্রেসক্লাব সংলগ্ন উৎসব কমিউনিটি সেন্টারে বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত টানা ভোটগ্রহণের কথা থাকলেও দেড়টার মধ্যে ৭৭টি ভোট ধরেই সম্পন্ন হয়ে যায়। ফলে দুইটার দিকে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পরপরই বিজিত প্রার্থী আদিল মাহমুদ উজ্জল বিজয়ী প্রার্থী মেরাজ উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে সহযোগিতার আশ্বাস দেন। ফলাফল ঘোষণাকালে শেরপুর সদর আসনের সাংসদ ও হুইপ আতিউর রহমান আতিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ ওয়ারেছ নাইম, শেরপুর পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রেসক্লাবের সাধারণ সভায় কোন প্রতদ্বিন্দ্বী না থাকায় শরিফুর রহমানকে দ্বিতীয়বারের মতো সভাপতি, জিএম আজফার বাবুলকে সিনিয়র সহ-সভাপতি ও মানিক দত্তকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। তবে সাধারণ সম্পাদক দুইজন প্রার্থী হলে শুধুমাত্র এ পদে নির্বাচন ঘোষণা করা হয়। এছাড়াও ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে পরবর্তীতে বর্তমানে নির্বাচিতরা বসে গঠন করার সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com