এনএ জাকির, বান্দরবান: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়নে ৪ কোটি ২২ লাখ টাকার ৩টি উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পগুলো উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল কুদ্দুস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরফাত, পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, টংকাবতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুক্লোন ¤্রাে ও সাবেক ইউপি চেয়ারম্যান পুর্ণচন্দ্র ¤্রাে সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রকল্পগুলো হচ্ছে- ৩ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে টংকাবতী চিনি পাড়া যাওয়ার রাস্তায় রং কিমুখ খালের উপর ব্রীজ নির্মাণ, ৫০ লাখ টাকা ব্যয়ে সাককয় পাড়া র্স্মাট ভিলেজ নির্মাণ ও ২০ লাখ টাকা ব্যয়ে পুর্নচন্দ্র হেডম্যান পাড়া জিএফএস এর মাধ্যমে পানি সরবরাহকরণ।
পরে পার্বত্য মন্ত্রী টংকাবতী চেয়ারম্যান পাড়ায় মা-বাবার সর্বোচ্চ সম্মান প্রদর্শনের সামাজিক অনুষ্ঠান “অ্ সোর অ্ নং” অনুষ্ঠানে যোগদান করেন। এসময় মন্ত্রী বলেন, পাবত্য শান্তির চুক্তির পর পাহাড়ে সড়ক যোগাযোগ, শিক্ষা, বিদ্যুৎ, সুপেয় পানিসহ সর্বাত্মক উন্নয়ন অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই আজ পাহাড়ে প্রতিটি সম্প্রদায়ের মানুষের ভাগ্যের আমুল পরির্বতন ঘটছে।