1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:০০ অপরাহ্ন

চৌগাছায় গৃহবধূ ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
যশোর: যশোরের চৌগাছায় টাকা ধার দেওয়ার নাম করে নিজ বাড়িতে ডেকে এক সন্তানের জননীকে (২৫) ধর্ষণের অভিযোগে মিজানুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে চৌগাছা থানায় মামলা করেছেন ভুক্তভোগী। মিজানুর রহমান উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাদেখানপুর গ্রামের বাসিন্দা।
ধর্ষণরত অবস্থায় ধরা পড়ে যাওয়ায় অভিযুক্তকে পালাতে সহযোগিতা করে তার স্ত্রী-ভাতিজারা। আর ওই নারীকে বেদম মারপিট করে চুরির অপবাদ দেন। স্থানীয়ভাবে প্রভাবশালীদের নেতৃত্বে মিমাংসার নামে বিচারে ওই নারীকে আবারো মারপিট করে কিছু টাকা হাতে দিয়ে তাড়িয়ে দেয়া হয়। পরে ওই নারী তার বাবার বাড়ি গিয়ে বৃহস্পতিবার চৌগাছা থানায় মামলা করেন।
চৌগাছা থানার ওসি তদন্ত গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, নারীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এ বিষয়ে ধর্ষণ মামলা রেকর্ড হয়েছে।
তবে মোবাইল ফোনে অভিযুক্ত মিজানুর রহমান জানান, এই ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। আপনি কি গ্রামেই আছেন প্রশ্নের সাথে সাথেই তিনি মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে একাধিকবার কল করা হলেও তিনি আর রিসিভ করেন নি।
২৪ ফেব্রুয়ারি বুধবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গ্রামের নিজ বাড়িতে মিজানুর এই ঘটনা ঘটিয়ে স্ত্রী-ভাতিজাদের সহায়তায় পালিয়ে যান। পরে বৃহস্পতিবার ওই নারী থানায় মামলা করলে শনিবার পর্যন্ত অভিযুক্ত গ্রেপ্তার হয়নি।
মামলার লিখিত অভিযোগে ওই গৃহবধূ বলেন, একই গ্রামে আমাদের বসতবাড়ির পশ্চিম দিকে মিজানুর রহমানের বাড়ি। ২৪ ফেব্রুয়ারি (বুধবার) সকালে মোবাইল ফোনে সমিতির কিস্তি দেয়ার জন্য ১ হাজার টাকা ধার চাইলে কিছুক্ষণ পরে দিবে বলে জানান। এর কিছু পরে মিজানুর মোবাইল ফোন করে টাকা নেয়ার জন্য তার বাড়িতে ডাকেন। সেখানে গেলে ঘরের মধ্যে ডেকে অনেক টাকার প্রলোভন দেখিয়ে কু-প্রস্তাব দেয়। আমি রাজি না হয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে সে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আমাকে জোরপূর্বক জাপটে ধরে। এসময় আমার চিৎকারে তার স্ত্রী মনিবালা বেগম (৪৫) ও মিজানুরের ভাইয়ের ছেলে তারিফ (২০) এসে ধাক্কা দিয়ে দরজা খুলে ঘটনা দেখে ফেলে।
এসময় তারা আমাকে দোষারোপ করে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে এবং পরবর্তীতে লোকজন আসলে তারা আমাকে চুরির অপবাদ দিতে থাকে। আমি লোকলজ্জা ও ভয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি কাউকে বলতে পারিনি। এ সময় বিবাদী মিজানুর রহমান কৌশলে ওই স্থান হতে পালিয়ে যায়। আমার ডাক-চিৎকারে স্থানীয়রা এসে বিষয়টি শোনে। বিবাদীরা বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। থানায় ধর্ষণ মামলা হয়েছে। মামলাটির তদন্তে থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com