রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় ‘‘ক্রীড়াকে আলিঙ্গন করি, মাদককে না বলি’’ এই স্লোগানকে সামনে রেখে আন্তঃনীলগঞ্জ মিনিবার নাইট ফুটবল লীগের উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার রাতে নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ফানুস উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন সমাজ সেবক আ: রহমান, ইউপি সদস্য জগৎ রায়, শিক্ষক গৌরাঙ্গ লাল সরকার ও বাবু চিন্ময় হাওলাদার প্রমুখ।
খেলায় মোট ১৫ টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় তাহেরপুর একাদশকে ২-১ গোলে হারিয়ে ফ্রেন্ডশিপ একাদশ জয়লাভ করে।