স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়িসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কবুতরমাড়ি এলাকার আশরাফ আলী (২৮), মানিক মিয়া (২৯), মো. লিকন (২৪), মো. হামিদুল (২৩), শাহিন আলম (২৩), জাহেদুল আলম(২৪), রঞ্জু মিয়া (২২), ধামনা এলাকার মো. আনাউল্লাহ (৪০), মো. খোকন মিয়া (৩২), হুরমুজ আলী (৩২, ছত্রকোনা এলাকার মাসুদ রানা (২৫), ধামনা পূর্বপাড়া এলাকার আতিউর রহমান (৩৮), মানিক মিয়া (২৫), রুপচান মিয়া (২৬), বোরহান উদ্দিন (৩০), মাদক মামলায় আড়িয়াকান্দা এলাকার আবু নাঈম (২২) ও জুয়েল মিয়া (২৫)।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, নকলা থানা পুলিশ শুক্রবার রাতে রাত্রীকালীন ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৭ ফেব্রুয়ারী) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।