শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ধান ক্ষেতে পড়ে ট্রলি চালক ফকির (৪০) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে শ্রীবরদী-শেরপুর সড়কস্থ কুড়িকাহনিয়া গ্রামে। সে শেরপুর সদর উপজেলার পাকুরিয়া গ্রামের মৃত আতিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারী রবিবার রাতে বকশীগঞ্জ থেকে ধানের কুড়া ভর্তি একটি ট্রলি শেরপুরের উদ্দেশ্যে রওনা হয়। ট্রলিটি শ্রীবরদী উপজেলার কুড়িকাহনিয়া গ্রামে শ্রীবরদী-শেরপুর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ইয়াকুব আলীর ধান ক্ষেতে পড়ে যায়। এ ঘটনায় ট্রলি চালক ফকির গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। শ্রীবরদী থানার পুলিশ উপ-পরিদর্শক মোফাখ্খির উদ্দিন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।