1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

  • আপডেট টাইম :: সোমবার, ১ মার্চ, ২০২১

শেরপুর : বাংলাদেশ পুলিশ বাহিনীতে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে শেরপুরে পুলিশ মেমোরিয়াল ডে-২০২১ পালিত হয়েছে। সোমবার (১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় শেরপুর পুলিশ লাইনস কনফারেন্স মিলনায়তন কক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই দিবসটি পালন উপলক্ষে জেলা পুলিশ লাইনে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের সম্মানে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী। পরে পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা পুলিশের কমান্ডেন্ট পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং আব্দুল্লাহ আল মাহমুদ, সদর সার্কেল আব্দুল হান্নান, সদর দপ্তর মাহমুদুল হাসান ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এসময় জেলার ১৭ জন জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com