রফিকুল ইসলাম, যশোর : যশোরের অভয়নগরে ট্রেনে কাটা পড়ে নুরুদ্দিন ওরফে নুরু (৪৫) নামের এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত নুরু উপজেলার ৩নং চলিশিয়া ইউনিয়নের বাগদাহ এলাকার মৃত সাহেব আলীর পুত্র।
ঘটনা সূত্রে জানা যায়, পহেলা মার্চ রোজ (সোববার) আনুমানিক ১.০০টার দিকে তিনি ভ্যান চালিয়ে আলিপুর রেলক্রসিং পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কা লাগে, এসময় তার ভ্যান দুমড়ে-মুড়চে যায় এবং ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়।
তার স্বজনরা জায়ায়, প্রতিদিনের মত জীবিকা নির্বাহের জন্য সে সকালে বাড়ি থেকে বের হয় দুপুরে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্হলে গিয়ে দেখি ফায়ার সার্ভিস কর্মিরা ছিন্ন ভিন্ন মৃতদেহটা উদ্ধার করছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে নিরাপত্তায় কর্মরত মোঃ সুমন হোসেন বলেন, দুর্ঘটনার স্হানটা আমাদের সিমানার সীমানার বাইরে।
এ বিষয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসে কর্মরত ফায়ার ফাইটার মোঃ সুমন মিয়া বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা আছে, লাশটি উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে ।