শেরপুর : বহুল প্রচারিত দৈনিক সময়ের আলো’র ২ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে শেরপুরে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা। সময়ের আলো’র শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট তালাত মাহমুদ, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম, এসএটিভি প্রতিনিধি মহিউদ্দিন সোহেল, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কেক কেটে সময়ের আলো’র ২য় বর্ষপূর্তি উদযাপন করা হয়।