স্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতীতে ছাগলে ক্ষেতের ধান খাওয়ায় ছাগল মালিক ধানক্ষেত চাষী মাসুদ মিয়ার মা মাজেদা বেগম (৪৫) কে মারপিট করে আহত করেছে। আহত ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ছাগলের মালিক আলমাস গংরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের ছাগল মাসুদ মিয়ার ধান ক্ষেতে ছেরে দেয়। ওই ছাগল মাসুদের মা আহত নারী মাজেদা ক্ষেত থেকে সরিয়ে দিলে আলমাসসহ আলমাসের লোকজনেরা মাজেদাকে মারপিট করে। এতে মাজেদা মারাত্মক যখম হয়ে পড়ে। মাজেদা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় আহত মাজেদা বেগমের পুত্র মাসুদ মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।