রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শা উপজেলার নতুন নির্বাহী অফিসার হিসেবে যোগদান করলেন মির আলিফ রেজা। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদ্য বিদায়ী নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডলের স্থলভীসক্ত হলেন তিনি। বদলি পূলক কুমার মন্ডল তিনি প্রায় তিন বছর শার্শা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার নিকট থেকে নতুন নির্বাহী অফিসার মির আলিফ রেজার কাছে দায়িত্ব বুঝে দেন।
এসময় নবাগত নির্বাহী অফিসারকে ফুলের শুভেচ্ছা জানান শার্শা উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু ও বিদায়ী নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল। নতুন উপজেলা নির্বাহী অফিসার মির আলিফ রেজা সে সাতক্ষীরা আশাশুনি উপজেলায় কর্মরত ছিলেন। বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার তাকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বদলি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিদায়ী নির্বাহী অফিসার পূলক কুমার মন্ডল।