নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় র্যাব-১৪ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৬০ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের মধ্যবাজারে ওই অভিযান চালানো হয়।
র্যাব ১৪ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের মধ্যবাজারের আনোয়ারা স্টোরে যৌথ অভিযান চালায় র্যাব ও পরিবেশ অধিদপ্তর। অভিযানে অবৈধ ৬০ কেজি পলিথিন জব্দ করে উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই ব্যবসায়ীকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সং ২০১০) এর ১৫ (১) ধারায় এ জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব ১৪ সিপিসি-১ এর কমান্ডার এএসপি এমএম সবুজ রানা, সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার আহম্মেদ ও শেরপুর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় উপস্থিত ছিলেন।