নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রউফ (৫৫) নামের এক ইমাম মারা গেছেন। গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে পৌর এলাকার চরকৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে চরকৈয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের সেচ পাম্পের সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হয়ে ছিটকে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তার তিনি মারা যান। আব্দুর রউফ চরকৈয়া মধ্যপাড়া আহলে হাদিস জামে মসজিদের ইমাম ছিলেন।