মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : ঝিনাইগাতি থেকে ঢাকায় যাতায়াতকারী বাস সার্ভিস বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীসাধারণ।
জানা গেছে, শেরপুরের ঝিনাইগাতী উপজেলা থেকে প্রতিদিন ২৫-৩০টি দূরপাল্লার বাস ঢাকায় যাতায়াত করে। ঝিনাইগাতীর বাস মালিকদের শেরপুরের কিছু অসাধু নেতাকে তাদের চাহিদা মতো চাঁদা দিতে হয়। অন্যথায় নানা সমস্যায় পড়তে হয় বাস মালিকদের। এরমধ্যে গাড়ি থেকে যাত্রী নামিয়ে অন্য গাড়িতে নিয়ে যাওয়ার ঘটনাও রয়েছে। শেরপুরের কতিপয় নেতার ইচ্ছেমতো নিয়ম-কানুন তৈরি করে বাধ্য করা হয় ঝিনাইগাতীর বাস মালিকদের। এমতাবস্থায় গত বৃহস্পতিবার (৪ মার্চ) থেকে বাসগুলো বন্ধ করে দেন ঝিনাইগাতির মালিক পক্ষ। পরে শুক্রবার বাস মালিক ও শ্রমিকরা জরুরি সভা করে সঠিক সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ঝিনাইগাতী থেকে যাত্রীবাহী বাস ঢাকায় যাতায়াত না করার সিদ্ধান্ত নেন। ফলে শুক্রবার রাত থেকে ঝিনাইগাতীর সবগুলো কাউন্টারে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়।