শ্রীবরদী (শেরপুর) : “বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে নৌকা, জাল ও মাছ লুট ও অবৈধ দখল উচ্ছেদের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টা হতে ১১টা পর্যন্ত পৌর শহরের ডাকবাংলার সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সম্মিলিত মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন- একতা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, একতা মৎসজীবি সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।
বক্তারা বলেন, আমরা জলকেশররায় বিল ইজারা নেয়ার পর থেকে স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় কুচক্রীরা বিলের নৌকা, জাল ও মাছ লুট করে নিয়ে যায়। এমনকি জলমহালে ধান চাষ করে মাছ চাষ ব্যাহত করছে। এতে আমাদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে প্রশাসনের কর্তৃক দ্রুত আইনি ব্যবস্থা ও ক্ষতি পূরণের দাবি জানাচ্ছি।