নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (৫ মার্চ) গভীর রাতে নকলা পৌর শহরের বাজারদী এলাকায় পাকা রাস্তা সংলগ্ন সাইফুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে ইয়াবা উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের বাজারদী মহল্লার মৃত নূর মোহাম্মদের ছেলে অহেদ আলী (৫২) ও উপজেলার বানেশ্বরদী গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে সাইদ আহাম্মেদ সানি (২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালিয়ে ১শ পিছ ইয়াবাসহ অহেদ আলী ও সাইদ আহাম্মেদ সানিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।