ঝিনাইগাতী (শেরপুর) : অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। শনিবার (৬মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন যৌথভাবে এ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার গান্ধিগাঁও ও বাকাকুড়া এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে শ্যালুচালিত ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিল একটি চক্র। ফলে শনিবার ওইসব অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে বালু উত্তোলনকারীরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও তাদেরে রেখে যাওয়া শ্যালু ইঞ্জিন চালিত ২টি ড্রেজার ও প্রায় ৫শ মিটার পাইপ অকার্যকর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ জানান, বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।