যশোর : যশোরের কেশবপুরে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে মানসী নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে চুকনগর-সাহাপুর সড়কের উপজেলা আগরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায়। কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে চুকনগর-সাহাপুর সড়কের কেশবপুর উপজেলার আগরহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সাহাপুরগামী দ্রুতগামী পিকনিকের বাসের সঙ্গে বিপোরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-মায়ের সঙ্গে থাকা মোটরসাইকেলের আরোহী মেয়ে শিশুটি ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
বাসটি দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। শিশুটি দৌলতপুরের দেয়ানা এলাকার সুজন দাসের মেয়ে মানসী (৭)। মোটরসাইকেল চালক সুজন দাস অক্ষত থাকলেও তার স্ত্রী সাথী গুরুত্বর আহত বলে জানা গেছে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দীন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।