শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গলায় ফাঁস দিয়ে বাহাদুর নামে ছাব্বিশ বছর বয়সী এক ট্রলিচালক আত্মহত্যা করেছে। রবিবার (৭ মার্চ) ভোররাতে উপজেলার পাঠাকাটা ইউনিয়নের গোয়ালেকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের ছেলে।
জানা গেছে, প্রতিদিনের মত দিনের কাজ শেষে রাতে পরিবারের সাথে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে ট্রলি চালক বাহাদুর। পরে রবিবার ভোরে পরিবারের লোকজন উঠানের আতাফল গাছে ডালে বাহাদুরকে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। সংবাদ পেয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তবে আত্মহত্যার কারন জানা যায়নি।