বাংলার কাগজ প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে ডজন ডজন চেয়ারম্যান প্রার্থীর নানারকম প্রচারণা চোখে পড়ছে। এরমধ্যে বেশিরভাগ প্রার্থী ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশি। কিছু সংখ্যক প্রার্থী স্বতন্ত্র এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দেশের বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি’র কিছু প্রার্থী রয়েছে। তবে মাঠজুড়ে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীর ছড়াছড়ি লক্ষ্যণীয়। এসব প্রার্থীর মধ্যে অনেকের জনপ্রিয়তা বলাচলে শুন্যের কোঠায়। অনেকেই আবার বেশ জনপ্রিয়। কেউবা দলের আনুগত্যের বাইরে থাকায় সমালোচিত কেউবা আনুগত্য মেনে চলায় প্রশংসিত। সে প্রেক্ষিতে নালিতাবাড়ীর কোন ইউনিয়নে দলীয় মনোনয়ন এবং সম্ভাব্য বিজয় কোন প্রার্থীর নাগালে তা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের অংশ হিসেবে আজ তোলে ধরা হলো ৩ নং রাজনগর ইউনিয়নের নির্বাচনী হালচাল।
নামের সাথে যেন বাস্তবেও মিল খুঁজে পাওয়া যায় ২৪ বর্গকিলোমিটার আয়তনে ২০ হাজারের উপরে ভোটার নিয়ে গঠিত উপজেলার ৩ নং রাজনগর ইউনিয়নে। দীর্ঘদিন যাবত এ ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে চলেছেন উচ্চ শিক্ষিতরা। যাদের বয়সেও রয়েছে তারুণ্য। আব্দুল কাইয়ুম (এমকম.বিএড), মজিবর রহমান (বিএ.বিএড), শহিদুল ইসলাম (বিএ অনার্স এমএ), আতাউর রহমান আতা (বিএ), ফারুক আহমেদ বকুল (বিকম অনার্স, এমবিএ, এলএলবি) সকলেই উচ্চ শিক্ষিত। এর আগে তিনবারের নির্বাচিত নুরুল হকও ছিলেন কিছুটা শিক্ষিত। যা ওই সময়ের সময়োপযোগী। ফলে এখানকার ভোটারদের আগ্রহ শিক্ষিত ও তারুণ্যে। আসন্ন নির্বাচনে এ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে সম্ভাব্য যেসব প্রার্থী রয়েছেন তাদের মধ্যে অন্যতম বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুল। যদিও স্থানীয় রাজনীতির শীর্ষ পর্যায়ের অভিভাবকের পক্ষ থেকে আসন্ন নির্বাচনে বকুলের প্রার্থীতা নিয়ে রাজনৈতিক কারণে বারণ রয়েছে। তথাপিও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এমনকি ইউনিয়নবাসীর দাবী, ফারুক আহমেদ বকুলকে দিয়েই আওয়ামী লীগ এ ইউনিয়নে সুষ্ঠু বিজয়ের মুখ দেখার সম্ভাবনা উজ্জল। অন্য যেসব প্রার্থী রয়েছেন, তাদের দিয়ে এ ইউনিয়ন ধরে রাখা অনেকটা দুঃসাধ্য। ফলে শেষ পর্যন্ত অবস্থার প্রেক্ষিতে ফারুক আহমেদ বকুল তৃতীয়বারের মতো চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন- বিষয়টি অনেকটা জোরালো। এছাড়াও অন্য যেসব প্রার্থী রয়েছেন তারা হলেন- ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি শাহীনুর ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আতিউল্লাহ আতিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান ইউপি সদস্য আফছর আলী, সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান আতা, সাবেক চেয়ারম্যন নুরুল হকের ছেলে শফিউল ইসলাম তানজিল, হাতেম আলী, সেকান্দর আলী উল্লেখযোগ্য।
এরমধ্যে গেল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীকে ১ হাজার ৭শ এর উপরে ভোট পেয়েছিলেন শাহীনুর ইসলাম। সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলামের ছোট ভাই ও তরুণ হিসেবে তার পরিচিতি রয়েছে যথেষ্ট। যদিও তার বড় ভাই শহীদুল ইসলাম এবার প্রার্থী হওয়ার সম্ভাবনা ছিল। তবে একটি সরকারী কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকায় হয়ত শেষ পর্যন্ত তা হয়ে উঠছে না। এর ফলে শাহীনুর ইসলামের অবস্থান একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। বিশেষ করে, তার এলাকায় ভোটারের সংখ্যা বেশি হওয়ায় এ অবস্থান আরও মজবুত করে দিয়েছে। এছাড়াও আতিক উল্লাহ আতিকও একজন তারুণ্যনির্ভর ও মিশুক মনের অধিকারী হওয়ায় তাকে নিয়েও আলোচনা রয়েছে। সামাজিক গ্রহণযোগ্যতায় পিছিয়ে নেই সেকান্দর আলী। পিতার আর্তমানে ও বয়সে তরুণ শফিউল ইসলাম তানজিল এবং বর্তমান ইউপি সদস্য আফছর আলীরও রয়েছে নিজস্ব ভোট ব্যাংক। যদিও বিজয়ের জন্য যথেষ্ট নয়। অন্যদিকে আব্দুল কাইয়ুমের গ্রহণযোগ্যতা ভালো হলেও দলীয় সমর্থন না পেলে শেষ পর্যন্ত তিনি প্রার্থীতা ধরে রাখবেন কি না অথবা প্রার্থী হিসেবে ধরে রাখলেও কতটুকু সফল হবেন এ নিয়ে শঙ্কা রয়েছে। এছাড়াও অন্য যেসব প্রার্থী রয়েছেন তাদের নিয়ে বিশেষ কোন আগ্রহ ভোটারদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে না।
এখানে বর্তমান চেয়ারম্যান ফারুক আহমেদ বকুলকে দলীয় সমর্থন দিলে নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে অনেকটা নিশ্চিত। তার অবর্তমানে দলকে ভাবিয়ে তোলবে। যদিও শাহীন, আতিউল্লাহ ও আফছর আলী এদের অবস্থান অপেক্ষাকৃত ভালো। এছাড়াও গেল ইউপি নির্বাচনে দল পরিবর্তনকারী আতাউর রহমান আতাকে নিয়ে দলীয় বিতর্ক থাকলেও মাঠপর্যায়ে অনেকটাই ভালো তার অবস্থান। সবমিলিয়ে এ ইউনিয়নে সর্বাধিক প্রায় ২২জনের মতো চেয়ারম্যান প্রার্থী হলেও শেষ পর্যন্ত নির্বাচনে থাকবেন দলীয় মনোনয়ন থাকা না থাকার উপর ভিত্তি করে ৩ থেকে সর্বোচ্চ ৭ জন। বকুল ব্যাতীত অন্য কেউ ক্ষমতাসীন দলের সমর্থন পেলে অনেকটা আঞ্চলিকতা নির্ভর নির্বাচন হবে এবং এতে করে যে কারও ভোটের হিসেব উল্টে যেতে পারে।
ইউয়িন ওয়ারী ধারাবাহিক প্রতিবেদন চলবে-