1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন

শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ এর কার্যক্রমের বৈধতা দাবী করে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

নালিতাবাড়ী (শেরপুর) : ‘শেরপুর জেলা ট্রাক, ডাম্পট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর নালিতাবাড়ী উপ-কমিটি এবং এর কার্যক্রমের বৈধতা দাবী করে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে প্রেসক্লাব নালিতাবাড়ী’র মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়।

‘শেরপুর জেলা ট্রাক, ডাম্পট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’ এর সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক আহমেদের সভাপতিত্বে এসময় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন। এসময় অন্যান্যের মাঝে শ্রমিক নেতা কামরুজ্জামান, নারায়ন চক্রবর্তী নারুসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত ও মৌখিক বক্তব্যকালে সংগঠনের জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদ্বয় জানান, শেরপুর জেলার বহু প্রাচীন এবং একমাত্র পরিবহন শ্রমিক সংগঠন ‘শেরপুর জেলা ট্রাক, ডাম্পট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-৩২৭৭’। দীর্ঘদিন যাবত শ্রমিকদের সুদিনে-দুর্দিনে পাশে থেকে কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল ‘শেরপুর জেলা ট্রাক, ডাম্পট্রাক, ট্যাঙ্কলড়ি ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন-০২০’ নামে আরও একটি সংগঠনের নিবন্ধন শ্রম অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় থেকে গ্রহণ করে। এরপর আমাদের নালিতাবাড়ী উপ-কমিটিতে হস্তক্ষেপ করে। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ উপ-কমিটি পুনরায় কার্যক্রম শুরু করে।

প্রতিপক্ষের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে তারা আরও বলেন, কোন শ্রমিক সংগঠনের উপ-কমিটির কার্যক্রম বন্ধ করার অধিকার কারও নেই। সারাদেশেই নিবন্ধিত শ্রমিক সংগঠনগুলো জেলাজুড়ে অসংখ্য উপ-কমিটি দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শ্রম অধিদপ্তর ময়মনসিংহ থেকে যে পত্র পাঠানো হয়েছে তা অন্যায়। আমরা এর প্রতিবাদ জানিয়েছি। আশাকরি, দ্রæত আমাদের পক্ষে অধিদপ্তর পাল্টা পত্র পাঠাবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন, শ্রমিক ইউনিয়ন-৩২৭৭ পরিবহন থেকে যে চাঁদা গ্রহণ করে তা বৈধ। কাজেই একে চাঁদাবাজী বলা যাবে না। প্রয়োজনে দুটো শ্রমিক সংগঠনই তাদের কার্যক্রম চালাতে পারবে।

তারা আরও জানান, আমাদের কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না। অফিস ভাংচুর করা হয়েছে। কয়েকজনকে মারধর করে আহত করা হয়েছে।

এদিকে সংবাদ সম্মেলন নালিতাবাড়ী উপ-কমিটির পক্ষ থেকে করা হলেও এ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিপক্ষ শ্রমিক সংগঠনের সভাপতিকে মারধর করে গুরুতর আহতের ঘটনায় দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় সংবাদ সম্মেলনের আগে প্রেসক্লাব চত্বরে পুলিশ হাজির হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শ্রমিক সংগঠন-৩২৭৭ এর উপকমিটির নেতৃবৃন্দ কৌশলে পালিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com