আমির হামজা আবিদ, মোংলা (বাগেরহাট) : মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় মোংলা থানার উদ্যোগে সচেতনতা মূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২১ মার্চ) বিকেলে শাহাদাৎ এর মোড় এলাকা বাগেরহাটের মোংলা থানা পুলিশের উদ্যোগে র্যালী, সচেতনতা মূলক প্রচারণা ও মোংলা উপজেলা জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জনসাধারণকে মাস্ক ব্যবহারের জোর তাগিদ দেন ও জন সাধারণের মধ্যে বিনামূল্য মাস্ক বিতরণ করেন।