রায়হান চৌধুরী, কুমিল্লা : সম্প্রতি কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় মিরপুর হাইওয়ে পুলিশের উদ্যোগে সড়কে মাস্ক বিতরণ করছেন তারা, জনসচেতনতা তৈরিতে ‘মাস্ক পরার অভ্যাস, কোভিডমুক্ত বাংলাদেশ’ স্লোগানে উদ্বুদ্ধকরণ সভাও সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার (২১ মার্চ) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ বাসস্টেশন এলাকায় হাইওয়ে সড়কসহ বিভিন্ন পয়েন্টে জনসচেতনতামূলক প্রচারণা করে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় যে সব পথচারী মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন মিরপুর হাইওয়ে পুলিশের প্রচারণা টিম। এ ছাড়াও মাস্কবিহীন পথচারীদেরকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাস্ক পরিয়ে দেওয়া হয়।
এসময় মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মৃদুলকান্তি কুড়ি বলেন, আসুন আমরা সকলে ধৈর্যের সাথে এই সংকট মোকাবেলা করি। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়মিত ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার করি, হাঁচি, কাশির সময় মুখ ঢেকে রাখি, আমাদের সকলের দায়িত্বশীল আচরণ এই সংকট থেকে উত্তরনের পথ সহজ করবে। বর্তমান সময়ে হঠাৎ করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। আজকে বিকালেও আমরা সাধারণ মানুষ ও পথচারীর মাঝে মাস্ক বিতরণ করেছি। করোনা সংক্রমণ রোধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আমাদের মুল উদ্দেশ্য মাস্ক বিতরণ করা নয়, করোনা সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষদের মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করাই আমাদের প্রধান উদ্দেশ্য। মানুষকে মাস্ক পরাসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। আমরা আইন প্রয়োগ না করে মানুষ যেন মাস্ক পরে সে ব্যাপারে সচেতন গড়ে তোলব। আমরা চাই যে, করোনার মহামারি থেকে যানবাহনে চলাকালীন যাত্রী ও পথচারী মানুষগুলো যেন সুরক্ষিত থাকে।