শ্রীবরদী (শেরপুর) : শ্রীবরদীতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ‘স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ হল রুম সোম্বেশরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তারের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মনজুর আহসান, ওসি তদন্ত ইসকান্দার হাবিবুর রহমান প্রমুখ।
এছাড়াও উপজেলা সকাল দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।