শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর সীমান্তে ভারতীয় রুপীসহ মোহাম্মদ আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় ভারতীয় সীমান্তের পিলার ১০৯৮/৩ এস হতে ২শ গজ বাংলাদেশের অভ্যান্তরে পূর্ব খাড়ামোড়া নামক স্থান হতে ওই যুবককে আটক করা হয়। আটককৃত যুবক রাঙ্গাজান গ্রামের মফিজল হকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাওয়াকুচা বিজিবি ক্যাম্প হতে একটি টহল দল ১০৯৮/৩ এস পিলার কাছে ওঁত পেতে বসে থাকে। এ সময় মোহাম্মদ আলীসহ আরও একজন ভারতীয় সীমান্তের দিকে যেতে থাকলে বিজিবির টহলদল ধাওয়া দেয়। এসময় মোহাম্মদ আলীকে আটক করা গেলেও অপরজন পালিয়ে যায়। পরে মোহাম্মদ আলীর দেহ তল্লাশী করে তার কোমরে গামছার ভিতরে ভারতীয় ৪০ হাজার রুপি পাওয়া যায়।
এ ব্যাপারে বিজিবি তাওয়াকুচা ক্যাম্পের হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে রাতেই শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছেন।