শ্রীবরদী (শেরপুর) : অভিনব কায়দায় ব্যাটারী চালিত অটো ভ্যানগাড়ি চুরি করতে গিয়ে শেরপুরের শ্রীবরদীতে এক যুবককে আটক করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমূলচড়া এলাকায় ওই ঘটনা ঘটে। আটককৃত যুবক শ্রীবরদী পৌরসভার তারাকান্দি মহল্লার রহিজলের ছেলে তাজেল (২৩)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খরিয়া কাজিরচর ইউনিয়নের মাদারপুর এলাকার সবুজ মিয়ার ছেলে মোশারফ হোসেনকে মঙ্গলবার দুপুরে লংগরপাড়া বাজার হতে হালগড়া যাওয়ার জন্য ভ্যানগাড়িটি ভাড়া করে। পরে হালগড়া থেকে কৌশলে চরশিমূলচড়া এলাকায় নিয়ে ভ্যান চালক মোশারফকে কোমল পানীয় কিনতে দেয় তাজেল ও তার সহযোগী। মোশারফ কোমল পানীয় কিনতে যেতেই ভ্যানটি নিয়ে চলে যেতে চায়। এসময় ভ্যান চালক মোশারফ চিৎকার দিলে এলাকাবাসী এসে ভ্যানগাড়িসহ তাজেলকে আটক করে। তবে এ সময় তাজেলের সহযোগি বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভ্যানগাড়ি ও তাজেলকে আটক করে থানায় নিয়ে আসে।