রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামের আপন দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় এলাকায় এক করুন ও বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়। দুই শিশুর লাশ দেখতে শতশত মানুষের ভীড় হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দিলীপের স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ পুকুর পাড়ে খেলা করতেছিলো। খেলার ছলে দেবরাজ পুকুরে পড়ে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পুকুরে পড়ে যায়। একপর্যায় পবিবারের সবাই শিশুদেরকে খোঁজার সময় দেবরাজ ও নন্দিনীর লাশ পুকুরে ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষনা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপÍ কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, দুই শিশুর মৃত্যুর খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।