1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

নকলায় পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: করোনা সংক্রমণ হার ঊর্ধ্বমুখী, আক্রান্তের সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কিন্তু স্বাস্থ্যবিধি মানছে না কেউ। মাস্ক ছাড়াই অফিস, আদালত, বাজার, গণপরিবহনে চলাফেরা করছে মানুষ। সামাজিক দুরত্বের কোথাও কোন বালাই নেই।

এমন পরিস্থিতিতে ‘মাস্ক পড়ার অভ্যাস,করোনামুক্ত বাংলাদেশ’-এই স্লোগানকে ধারণ করে আজ মঙ্গলবার(২৩মার্চ)দুপুরে শেরপুরের নকলা থানার উদ্যোগে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

পৌর শহরের গড়েরগাও মোড়ে মাস্ক পড়ার উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারীসহ বিভিন্ন শ্রেনি পেশাজীবীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

এসময় নকলা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রাজীব ভৌমিক, আবু বক্কার সিদ্দিক, ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, উপ সহকারি-পরিদর্শক (এএসআই)রতন চৌধুরী, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com