দুদু মল্লিক স্টাফ, রিপোর্টার : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নে নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার কাংশা ইউনিয়ন বিট পুলিশিং কমিটির উদ্যোগে স্থানীয় বাকাকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাবেক কাংশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনার উল্লাহ এর সভাপতিত্বে ও উপজেলা মানবিক সোসাইটি বাংলাদেশ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন। বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফায়েজুর রহমান, ওসি তদন্ত মোঃ সারোয়ার হোসেন।
প্রধান অতিথি শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন তার বক্তব্য নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ পূর্ণ আলোচনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- ঝিনাইগাতী থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলহাজ্ব একেএম বেলায়েত হোসেন, কাংশা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি মোঃ ফকিরুজ্জামান, ঝিনাইগাতী ওয়াল্ড ভিশন কমিউনিটি ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ মতিউর রহমান,কাংশা ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম প্রমুখ। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এ সভার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য কাংশা ইউনিয়ন বিট পুলিশিং আয়োজিত এ সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়।
এছাড়াও করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমণ রোধে উপস্থিতি লোকজনের মাঝে বিপুল পরিমাণ মাস্ক বিতরণ করেন ঝিনাইগাতী থানা পুলিশের পক্ষথেকে।