নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় গরু বোঝাই ভটভটির ধাক্কায় সামিদুল ইসলাম (৪০) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।সে নকলা ইউনিয়নের নামাপড়া এলাকার আ: গফুরের পুত্র। মঙ্গলবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বারইকান্দি এলাকায় তারাকান্দি-নকলা বাইপাস রোডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, সামিদুল ভ্যান চালিয়ে নকলার অভিমুখে যাচ্ছিল। ভ্যানগাড়ি নিয়ে বারইকান্দি নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি গরু বোঝাই ভটভটি সজোরে ধাক্কা দিলে ভ্যান গাড়িটি দুমড়ে-মুচড়ে রাস্তার নীচে পড়ে যায়। এতে ভ্যান চালক সামিদুলের দুই পা ভেঙ্গে যায় এবং মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিলে কর্তব্যরত চিকিৎসক ময়মনিসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।পরে রাত ১২টার দিকে চিকিৎসাধী অবস্থায় মারা যান সামিদুল।