আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা চতরে টিম লিডার সাদেকুল ইসলাম এর পরিচালনায় এই মহড়া প্রদর্শন করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ফায়ার ফাইটারগণ।
এতে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আতাউর রহমান মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোছা: কানিজ আফরোজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নিরু ছামছুন্নাহার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ভুইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফিউল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, আনসার-ভিডিপি কর্মকর্তা মুহাম্মদ হাসানুল মবিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন মাস্টার সোহেল রানা।
এসময় উপজেলার বিভিন্ন স্তরের সরকারী কর্মকর্তা-কর্মচারী, ফাযার সার্ভিস কর্মিরা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।