আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : “মুজিববর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্র্যাক ফুলবাড়ী শাখার সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপেক্সের আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মশিউর রহমান বলেন, এখন আধুনিক চিকিৎসার কারনে যক্ষ্মা রোগ সহজেই নির্মুল করা সম্ভব হচ্ছে, বর্তমান করোনার এই পরিস্থিতিতে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ অপর্ণা চক্রবর্তী উপস্থিত ছিলেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র স্টাফ নার্স-মিডওয়াইফগণ, স্বাস্থ্য কর্মীগণ ও স্বেচ্ছাসেবকগণ।