1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ১৫ মেশিন অকার্যকর

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ি নদী ভোগাইয়ে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভিন এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, বারবার প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও কতিপয় অসাধু বালু ব্যবসায়ী ভোগাই নদীর বিভিন্ন স্থানে নদী তীরবর্তী এলাকার ফসলি জমিতে গভীর গর্ত খুঁড়ে বালু উত্তোলন চালিয়ে আসছিল। এতে করে নদীর তীর ধ্বংসের পাশাপাশি মেশিনের বিকট শব্দে অতীষ্ঠ হয়ে পড়েছিল আশপাশের গ্রামের মানুষ। সম্প্রতি প্রশাসনের নজর এড়াতে বালু ব্যবসায়ীরা কৌশল পাল্টে রাতভর বালু উত্তোলন চালিয়ে আসছিল। এরই প্রেক্ষিতে দৈনিক ‘সময়ের আলো’সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর প্রশাসন আবারও ততপর হয়। বৃহস্পতিবার দুপুরে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় ভোগাই নদীর মন্ডলিয়াপাড়া এলাকায়। অভিযানকালে ১৫টি খননযন্ত্র ও বিপুল সংখ্যক পাইপ ধ্বংস করে প্রশাসন। এছাড়াও বালু উত্তোলনের স্থানে দেওয়া বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তবে আগেই খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা সটকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com