1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৭ অপরাহ্ন

হালুয়াঘাটে বধ্যভূমি স্মৃতিস্মম্ভে মোমবাতি প্রজ্বালন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ময়মনসিংহের হালুয়াঘাটে স্বাধীনতা ও গণহত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে মোমবাতি প্রজ্বালন করে মহান মুক্তিযুদ্ধে নিহতদের স্বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গাঙ্গিনা নদীর পাড় ঘেষাঁ ব্রিজসংলগ্ন বধ্যভূমি স্তৃতিস্তম্ভে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি তানভির আহমেদ প্রমুখ।

এর আগে সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও বধ্যভূমি স্মৃতিস্মম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জানা যায়, গাঙ্গিনা নদীর পাড় ঘেষাঁ ব্রিজসংলগ্ন স্থানে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ঘটেছিল নৃশংস গণহত্যা। এ অঞ্চলের অনেক মানুষ হারিয়েছেন তাদের প্রিয় স্বজনদের। পাকিস্তানের সেনারা এখানে মুক্তিকামী মানুষকে হত্যা করে নদীতে ভাসিয়ে দিত। এখনো সেই দিনের স্মৃতি ভুলতে পারেনি এই অঞ্চলের হাজারো মানুষ। মুক্তিযুদ্ধে নিহতদের স্মৃতি রক্ষায় ২০১১ সালে ময়মনসিংহ জেলা পরিষদের অর্থায়নে এখানে নির্মাণ করা হয়েছে বধ্যভূমি স্তৃতিস্তম্ভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com